বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আরেকবার আপনাদের কাছে সুযোগ চাই।
রবিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নাসিক ৪নং ও ৫নং ওয়ার্ড এলাকায় গনসংযোগকালে সাবেক মেয়র আইভী এলাকাবাসীর কাছে এ আহ্বান জানায়। এসময় ওয়ার্ডের প্রত্যেক পাড়া এবং মহল্লায় শত শত নারী পুরুষসহ সাধারন এলাকাবাসী রাস্তায় এসে তাকে ফুলের পাপড়ি ছিটেয়ে উৎসব মূখর পরিবেশে তাকে বরণ করে নেয়। সাধারন মানুষের ভালবাসায় সিক্ত আইভী সকল শ্রেনী পেশার লোকজনের সাথে কুশলাদী বিনিময় করে সকলের কাছে দোয়া প্রার্থনা করে সেবা করার সুযোগ চান।
গনসংযোগে তার সাথে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও মহিলা আওয়ামীলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
এসময় সাধারন ওয়ার্ডবাসী এলাকার রাস্তা-ঘাটসহ বিভিন্ন অসুবিধার কথা জানালে তাদের উদ্দেশ্যে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেন, আমি গত নির্বাচনে মেয়র নির্বাচিত হওয়ার পর ৫ বছর আপনাদের সেবায় সবসময় নিয়োজিত ছিলাম। আপনাদেরকে শতভাগ নাগরিক সেবা প্রদান করার জন্য সাধ্যমত চেষ্টা চালিয়েছি যা আপনাদের চোখের সামনে দৃশ্যমান। এখনো অনেক কাজ চলমান রয়েছে।
এছাড়াও তিনি বলেন, ২৭টি ওয়ার্ডের অনেকগুলো উন্নয়ন কাজ আমাদের কার্য তালিকায় ছিলো কিন্তু নির্বাচনের কারনে সে কাজগুলোর টেন্ডার করা সম্ভব হয়নি। আপনাদেরকে কথা দিচ্ছি যদি আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আসতে পারি তাহলে ৩ মাসের মধ্যে কাজগুলো সম্পন্ন করবো। যেহেতু উন্নয়ণকাজ চলমান রয়েছে সেহেতু উন্নয়ণের ধারাকে অব্যহত রেখে নগরবাসীর সেবা করার জন্য আপনাদের সহযোগিতা ও দোয়া চাই।
সকালে থেকে আইভী নাসিক ৪নং ওয়ার্ডের শিমরাইল, আটি ওয়াপদা কলোনী, হাউজিং, আটি, ছাপাখানা, মাইচ্ছাপাড়া, কোনাপাড়া, বাগানবাড়ী ও উত্তর আজিবপুর রেল লাইন এলাকা এবং ৫নং ওয়ার্ডের সর্দারপাড়া, মাজার রোড, সিদ্ধিরগঞ্জ বাজার রোড, কলাবাগ ও সাইলোগেট এলাকায় গনসংযোগ করে।