বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ বন্দর উপজেলা বাগদোবাড়ীয়া এলাকার ৮ নং ওয়ার্ডের এলাকায় অবৈধ কয়েল ফ্যাক্টরীর বিষাক্ত অক্সিজেনের কারণে ঝুঁকিপূর্ণ জনজীবন। শত শত পথচারীদের ও স্থানীয়দের আবাসিক এলাকার মধ্য মানুষজনের বিষাঁক্ত ক্যামিকেলে রোগ শোকে আক্রান্ত হয়ে পড়েছে এলাকাবাসী সূত্রে জানা যায়। শনিবার দুপুর ৩ টার সময় বাগদোবাড়ীয়া এলাকার ৮ নং ওয়ার্ডে গড়ে উঠেছে ঝুঁকিপূর্ণ অবৈধ কোবরা কয়েল ফ্যাক্টরী। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করেছে বলে জানা যায়,স্থানীয় একটি সূত্র মতে জানা গেছে। ৮ নং ওয়ার্ডের বাগদোয়া এলাকায় কোবরা কয়েল ফ্যাক্টরীর পরিবেশগত অক্সিজেনের বিষাক্ত আবহাওয়ায় পথচারীদের শ^াস-নিঃশ্বাসে রোগ শোকে আক্রান্ত হওয়াতে তীব্র প্রতিনিন্দা ক্ষোভ বিরাজ করেছে বলে বিশেষ একটি সূত্রে জানা যায়। বরং এলাকার মানুষ পরিবেশগত দিক থেকে অনেক স্বাস্থ্য হীনতায় ভুক্তভোগী হতে হয়েছে। কিন্তু এলাকায় একটি নুতন কয়েক ফ্যাক্টরী কোবরা সুপার মসকিউট কয়েল ফ্যাক্টরী গড়ে উঠাতে এলাকার মানুষ নানা স্বাস্থ্য হীনতায় ভুক্তভোগী হওয়াতে আইন শৃংখলা বাহিনীর কাছে দৃষ্টিগোচরের আশ্বাস ও ভ্রাম্যমান আদালত দিয়ে সীলগালার প্রতি দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে কয়েল ফ্যাক্টরীর মালিকানা সূত্রে সাংবাদিকরা জানতে চাইলে বা মালিকদের সাথে কথাবার্তা বলতে গেলে কর্মচারীরা বলেন ‘কোবরা কয়েল ফ্যাক্টরীর মালিক সোহেল, তিনি রাজধানীর যে কোন একটি জায়গায় থাকেন’ ও হিরাঝিলে থাকেন নানা তাল বাহানা কথাবার্তাও বলেন। এ ধরনের নানা ধরনের কথা বার্তা বলে ভূয়া একটি তথ্য দেন তারা। এ ব্যাপারে কোবরা সুপার মসকিউট কয়েল ফ্যাক্টরীর ম্যানেজার মাহবুব নামের এক ব্যক্তি ম্যানেজার পরিচয়ে তিনি সাংবাদিকদেরকে জানান আমাদের কয়েল ফ্যাক্টরী অনেক নামী দামী। এ বিষয়ে আপনি নেটে সার্চ দিয়ে দেখেন আমাদের কয়েল ফ্যাক্টরীর ব্যানার হচ্ছে “কনজুমার”। যা আমাদের দেশে নয় বিশ্বের সারা দেশে নেট প্রযুক্তির মাধ্যমে দেখতে পাবে বলে ভূয়া একটি তথ্য দিয়ে সাংবাদিকদেরকে আশ্বাস প্রদান করেন এবং আরো বলেন, আপনি আইনগত দিক থেকে আমাদের কয়েক ফ্যাক্টরীর বিরুদ্ধে যা কিছু করার করতে পারলে করেন, আমাদের দ্বিধা নেই। বরং আমরা পরিবেশ (বিএসটিআই) নাম্বার নিয়ে বৈধতার সাথে ব্যবসা পরিচালনা করি।
অনুসন্ধানে জানা গেছে, সরেজমিনে গিয়ে দেখতে পাওয়া যায় অবৈধ কোবড়া কয়েল প্যাকেট। যে প্যাকেট দিয়ে কয়েল প্যাকেজিং করে ব্যবসা পরিচালনা করছে। কোবরা সুপার মসকিউট কয়েল ফ্যাক্টরীর বিএসটিআই অনুমোদন নেই। অন্য কয়েল ফ্যাক্টরীর ভূয়া বিএসটিআই দিয়ে পরিচালনা করে যাচ্ছেন এবং অবৈধ গ্যাসের সাহায্য জ্বালানী কাজে গ্যাস ব্যবহার করে সরকারী সম্পদ বিনষ্ট করে চালিয়ে যাচ্ছে তাদের অবৈধ কর্ম বাণিজ্য। এ বিষয়ে আরো জানা গেছে, কোবড়া সুপার মসকিউট কয়েল ফ্যাক্টরী এক সময় সিদ্ধিরগঞ্জ সাহেব পাড়া এলাকায় থাকলেও অবৈধ কয়েল ফ্যাক্টরীর কারণে উচ্ছেদ বলে জানা যায়। যার কারণে বাগদোয়া গ্রাম এলাকায় অবৈধ কয়েল ফ্যাক্টরী গড়ে ওঠে আবারও রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে বরং পরিবেশের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে এলাকায়। উল্লেখিত অবৈধ কয়েল ফ্যাক্টরী গড়ে ওঠার কারণে এলাকা বাসীর দাবী সূত্রে সাংবাদিকদেরকে জানান। পরিবেশ বান্ধব বিনষ্ট করে গণমানুষের রোগ-শোকে আক্রান্ত করে বিষাক্ত অক্সিজেন ও ক্যামিকেলের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে ফ্যাক্টরীটি বন্ধ হওয়ার দাবী আশ্বাস প্রদান করেন এলাকাবাসী।