বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জ থানার ক্রাইম স্পট পাঠানটুলীতে মাদক সন্ত্রাসীরা স্থানীয় মাদক বিরোধী আন্দোলনের সমাজকর্মীদের হয়রানী করতে শনিবার সকাল থেকে মাইকে হুমকী ধামকী দিতে শুরু করে। মাদক সন্ত্রাসী শাহজাহান, শহিদুল্লাহ ও ডিএইচ বাবুলের নেতৃত্বে আইলপাড়া পাঠানটুলীতে বিকাল ৩ টায় ভকেশনাল রোডে সভা আহ্বান করলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সভা পন্ডু করে দেয় এবং মাইক খুলে ফেলে। এই ঘটনায় অপরাধিদের ধিক্কার জানায় এলাকাবাসী।
জানাযায়, সম্প্রতি আইলপাড়া, পাঠানটুলী ও হাজীগঞ্জ এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের দৌরাত্ম ও মাদক বিক্রেতাদের অভয়ারণ্যে পরিণত হয়। সেখানে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ এর চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া সকল সদস্যদের নিয়ে এলাকায় মাদক ও সন্ত্রাস বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলে। যারফলে চিহ্নিত সন্ত্রাসী মাষ্টার দেলু, অস্ত্রধারী শাহজাহান, শহিদুল্লাহ ওরফে কালা মানিক, হিয়াইল্যা ইয়াছিন, চোকলা সাইদুল, দেলোয়ার হোসেন দেলু, হিমেল, জামান সহ আরও কয়েকজন মাদক সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে গুলি করে ও ছুরিকাঘাতের মাধ্যমে গুরুতর রক্তাক্ত জখম করে সমাজকর্মী মান্নান ভূঁইয়াকে। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়। মামলা হওয়ার পর থেকে মামলা তুলে নেওয়ার জন্য সমাজকর্মী মান্নান ভূঁইয়া ও তার পরিবারকে একের পর এক হুমকী ধামকী দিচ্ছে। সেই সাথে শাহজাহান, ডিএইচ বাবুল, হিমেল সহ আরও কয়েকজন অপরাধী মান্নান ভূঁইয়া ও তার পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনকে আসামী করে হয়রানী মূলক কয়েকটি মিথ্যা বানোয়াট মামলা দায়ের করে। বর্তমানে সমাজকর্মীদের হয়রানী করতে শনিবার সকাল থেকে মান্নান ভূঁইয়াকে উদ্দেশ্য করে মাইকিং করে হুমকী দেয়। এলাকার মধ্যে রাশেদুল ইসলাম রাশেদ, মোহন ও স্বপন মাইকিং করে। বিকেল ৩টায় সমাজকর্মীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য সকলকে আহ্বান জানালে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাদক সন্ত্রাসীদের সভা পন্ডু করে দেয় এবং মাইক খুলে ফেলে। তখন মাদক সন্ত্রাসীদের গডফাদার শাহজাহান, ডিএইচ বাবুল, শহিদুল্লাহ, হিমেল, সাইদুল, রহমত উল্লাহ, হিয়াইল্যা ইয়াছিন, রাজিব, সজিব, কেরাম বাবুল প্রকাশ্যেই মহড়া দিয়ে আতংক সৃষ্টি করে। শুধু তাই নয়, সভা করতে ব্যর্থ হয়ে সমাজকর্মীদের বিরুদ্ধে তাদের মানসম্মান নষ্ট করতে বিভিন্ন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করে হয়রানী করবে বলে সকলকে জানান দেন। এলাকায় সন্ত্রাস ও মাদক বিরোধী নাম দিয়ে সন্ত্রাসীদের আশ্রয় ও প্রশ্রয় দাতা শাহজাহান মোড়ল, শুভ সহ আরও কয়েকজন ব্যক্তি এলাকার মধ্যে বিভাজন সৃষ্টি করে রেখেছে। শাহজাহান মোড়ল ও ডিএইচ বাবুল অপরাধীদের বাচাতে যেমন প্রাণপণ সমাজকর্মীদের বিরুদ্ধে লড়াই করছেন তেমনি এলাকায় মাদক রিবোধী কমিটির নাম দিয়ে সমাজকর্মীদের হয়রানী করতে তারা ব্যস্ত হয়ে ওঠেছে। সমাজকর্মী মান্নান ভূঁইয়াকে প্রকাশ্যে এলাকায় মাইকিং করে হুমকী দেওয়ায় মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে মৌখিকভাবে অভিযোগ করেছে প্রশাসনের কাছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি শরাফত উল্লাহ, ডিবির ওসি মাহমুদুল ইসলাম, ও র্যারের সিও কামরুল আহসান এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন মান্নান ভূঁইয়াকে। বর্তমানে মাদক বিরোধী আন্দোলনের কর্মী মান্নান ভূঁইয়া ও তার পরিবার এবং আত্মীয় স্বজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ব্যাপারে জেলা প্রশাসন জরুরী ব্যবস্থা গ্রহণ করবে বলে এলাকাবাসী আশাবাদী।