বিজয় বার্তা ২৪ ডট কম
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম সিদ্ধিরগঞ্জ থানা শাখা। হেফাজতে ইসলাম সিদ্ধিরগঞ্জ থানা শাখার নেতৃত্বে কয়েক’শ মাদ্রাসা ছাত্র ও এলাকার ধর্মপ্রান মুসল্লি শুক্রবার বাদ জুম্মা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল মহাসড়কের মাদানীনগর এলাকায় এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে তারা মহাসড়ক অবরোধ করে পথসভা করে । দুপুর পৌনে ২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত মহাসড়কের উত্তর পাশে চিটাগাংরোডগামী সকল পরিবহন চলাচল বন্ধ ছিল। পৌনে ৩টায় তারা অবরোধ ছেড়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভ মিছিল শেষে পথসভায় হেফাজত ইসলাম বাংলাদেশের নেতারা মিয়ানমারে মুসলমানদের গণহত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্যে বলেছেন, আমরা অত্যন্ত শোকাহত ও মর্মাহত হৃদয় নিয়ে আজ এ কর্মসূচী পালন করছি। আমাদের পার্শ¦বর্তী দেশ মিয়ানমারে গনহারে রোহিঙ্গা মুসলিম নিধন চলছে। মুসলমানদের বাড়ি-ঘর আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছে। ছোট ছোট শিশুদেরও গলাটিপে হত্যা করা হচ্ছে। মুসলমান নারীদের শারীরিক নির্যাতন ও ধর্ষন করে হত্যা করা হচ্ছে। আমরা জানি জীব হত্যা মহাপাপ। কোন ধর্মই মানুষ হত্যা পছন্দ করে না। অথচ হাজার হাজার নিরিহ রোহিঙ্গা মুসলমানকে নির্যাতন ও হত্যা করে ধর্মের মূলনীতি লঙ্ঘন করা হচ্ছে। আমরা এ বিক্ষোভ কর্মসূচি থেকে হত্যাযজ্ঞ বন্ধ করার দাবি জানিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তারা আরও বলেন আমরা মুসলমান। মুসলমান হিসেবে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের সহযোগিতায় আমাদের এগিয়ে আসতে হবে। রোহিঙ্গা মুসলমানদের জন্য মসজিদে-মসজিদে দোয়া ও মোনাজাত করার জন্য আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানান।