বিজয় বার্তা ২৪ ডট কম
মদনপুর চানপুরে যৌতুকের টাকা না পেয়ে যৌতুকলোভী স্বামী ও শ্বশুরবাড়ীর লোকজন রেখা বেগম(২০)নামে এক গৃহবধুকে ইট দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। গত সোমবার সকালে মদনপুর চানপুর ভূইয়াবাড়ী এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় বন্দর থানায় একটি যৌতুক মামলা দায়ের করা হয়েছে। বন্দর থানা পুলিশ যৌতুকলোভী স্বামী ইকবাল হোসেনকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বাদী আহত গৃহবধু রেখা বেগম আড়াইহাজার থানাধীন গহুরদী এলাকার মোঃ ইউনুস মিয়ার মেয়ে। বাদী রেখা বেগমের মাতা আলেতা বেগম জানান,আমার মেয়েকে ৫বৎসর পূর্বে মদনপুর চানপুর ভূইয়াবাড়ী এলাকার মোঃ আউয়াল মিয়ার ছেলে ইকবালের সাথে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হয়। ওই সময় বিয়ের যৌতুক হিসেবে নগদ ১,০০০০০টাকা ও স্বর্নালংকার দেয়া হয়। বিয়ের পর তাদের সংসারে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়। বিয়ের কয়েকবছর পর আমরা জানতে পারি আমার মেয়ের জামাতা ইকবাল মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসার চালানের জন্য আমার মেয়েকে কয়েকদিন পর পরই পিত্রালয় থেকে টাকা আনতে চাপ দিত। আমার মেয়ে টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে জামাতা ইকবাল গালমন্দ ও বেধরক মারধর করত। আমার মেয়ে শ^শুর-শ^াশুরীর কাছে অভিযোগ করলে তারা আমার মেয়ের কথার কোন কর্নপাত না করে ওল্টো আমার মেয়েকে শাষায়। জামাতা ইকবাল আমার মেয়েকে বলে পিত্রালয় থেকে দুইলক্ষ টাকা এনে দিতে। আমার মেয়ের জামাতা ইকবাল আমার মেয়েকে বলে টাকা দিতে না পারলে তিলে তিলে শেষ করে দিবে এমনকি হত্যা করে গুম করে দিবে বলে জানায়। এরই ধারাবাহিকতায়,গত সোমবার সকালে যৌতুকের টাকার জন্য রেখা বেগমকে চাপ দিলে রেখা সাফ জানিয়ে দেয় আমার পিতা একজন দরিদ্র মানুষ। এত টাকা দেয়া আমার পিতার পক্ষে সম্ভব নয়। তাছাড়া মাদক বিক্রির জন্য একশ টাকা চাইলেও আমি দিবনা। এসময় যৌতুকলোভী স্বামী ইকবাল তার পিতা আউয়াল ও মাতা নোকনাহার মিলে আমাকে বেধরক মারপিট করে। একপর্যায়ে আমি কান্নাকাটি করলে আমাকে আমার যৌতুকলোভী স্বামী ইকবাল হত্যার উদ্দেশ্যে বসতঘর হইতে চুলের মুঠি ধরে বাহিরে বের করে রাস্তায় পরে থাকা ইট দিয়ে মাথায় আঘাত করে এবং আমার চোখে আঘাত করে রক্তাক্ত জখম করে। আমি অচেতন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে। আমার আতিœয়-সজন খবর পাইয়া ঘটনাস্থলে আসিয়া আমাকে মদনপুর ইশাখা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য আড়াইহাজার জেনারেল হাসপাতালে রেফার্ড করে।