বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনসহ তিন দাবিতে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে বিএনপির একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার দুপুরে ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহর কাছে এ চিঠি হস্তান্তর করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতনিধি দল।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ চিঠি সিইসিকে বিবেচনার জন্য পৌঁছে দেবেন বলে প্রতিনিধি দলকে জানান ইসি সচিব।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন- নারায়ণগঞ্জ সিটির প্রতিটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এখনো সময় রয়েছে; কমিশনকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।
এসময় রিজভীর সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের দুই উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া ও আবদুস সালাম প্রমুখ।