লক্ষীপুর,বিজয় বার্তা ২৪
লক্ষীপুরের কমলনগর উপজেলায় ডাকাতের গুলিতে আবদুল ওদুদ (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধের প্রবাসী ছেলে ও নাতী আহত হন। নিহত আবদুল ওদুদ উপজেলার চর লরেন্স ইউনিয়নের মৃত চকু জমাদারের ছেলে।
মঙ্গলবার রাত দেড়টার দিকে কমলনগর উপজেলার করইতোলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ১৮/২০ জনের একদল ডাকাত প্রবাসী আবদুর রহমানের বাড়িতে ডাকাতি করতে ঢুকে। এ সময় ওই প্রবাসীর বৃদ্ধ বাবা বাধা দিলে তাকে গুলি করে। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান। তার বুকে গুলি করা হয়েছে।
আহতরা হলেন- নিহতের ছেলে প্রবাসী আবদুর রহমান (৪০) ও নাতী মোঃ রাসেল (১৯)। এদের মধ্যে গুরুতর আহত আবদুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী হাসপাতালে পাঠানো হয়।
এদিকে পুলিশ এ ঘটনায় উপজেলার তোরাবগঞ্জ গ্রামের নুরুল আমিন নামে একজনকে আটক করেছে।