খুলনা,বিজয় বার্তা ২৪
পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ ৫ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন। বুধবার সকাল ৬টায় শুরু হওয়া এ অবরোধ চলবে দুপুর ২টা পর্যন্ত।
নগরীর খালিশপুর নতুন রাস্তার মোড় ও আটরা গিলাতলা শিল্পাঞ্চলে রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
এদিকে অবরোধ চলাকালে এলাকার সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। বন্ধ রয়েছে রেল যোগাযোগ।
খালিশপুরের প্লাটিনাম, ক্রিসেন্ট, দিঘলিয়ার স্টার, আটরা শিল্প এলাকার আলীম, ইস্টার্ন, নওয়াপাড়া শিল্প এলাকার জেজেআই ও কারপেটিং জুট মিলের ৩৫ হাজার শ্রমিক মিল বন্ধ করে এই অবরোধ পালন করছেন।
এতে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক মোঃ সোহরাব হোসেন।
রবিবার ইস্টার্ন জুট মিলস এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব জুটমিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের পক্ষ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ও অবরোধের ডাকা দেয়া হয়।
মঙ্গলবারও একই দাবিতে আবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত লাগাতার ধর্মঘটের পাশাপাশি সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৮ ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করবেন শ্রমিকারা।