চট্রগ্রাম,বিজয় বার্তা ২৪
বিদ্যুৎকেন্দ্র নির্মাণবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহতের ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। বুধবার সকাল ৬টায় এই হরতাল শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
হরতাল চলাকালে এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে ছাত্র ঐক্য ফোরাম এই হরতালের ডাক দেয়।
প্রসঙ্গত, ৪ এপ্রিল বাঁশখালী উপজেলায় এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্রবিরোধী গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে ৪ জন নিহত হন। এ ঘটনা তদন্তে এক সদস্যের একটি কমিটি করা হয়।
এ ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।