ছোট বেলা থেকেই সারাক্ষণ গুন গুন করে গান গাওয়া, কিন্তু কেন যেন কাউকে গান শোনাতে চাইতেন না। প্রথম বারের মতো শ্রোতাদের সাথে বড় করে পরিচয় হয় চ্যানেল আই-সেরা কন্ঠ ২০১২ এর প্রথম রানার আপ হওয়ার ভিতর দিয়ে। বাবা ছিল একজন লোকগানের শিল্পী। তাই ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল গান করার। সেই স্বপ্ন থেকেই “আনকোরা” এ্যালবাম করার প্রয়াস। বাংলা সনের প্রথম দিন, তথা বাংলা নববর্ষের আনন্দকে পূর্ণ করার জন্য “আনকোরা” নিয়ে এসেছে ভিন্ন স্টাইলের শ্রুতিমধুর কিছু গান। এই এ্যালবামটিতে রয়েছে মোট ১০ টি গান। গানগুলোর শিরোনাম ১) ভালোবাসি আজো ২) ছারবোনা ৩) জনম গেল ভুলে ভুলে ৪) সব চাওয়া ৫) মায়া ৬) মেঘেদের সাথে চলো ৭) কে ভরালো প্রেমের সাগর ৮) কতোটাযে ৯) তুমি বলো ১০) তোমার ঠিকানা। এতে রয়েছে ৬ ডুয়েট, ৪টি একক আর ডুয়েট গানগুলোতে কন্ঠ দিয়েছেন: নির্ঝর, স্মরণ, বৃষ্টি, তনিমা ও চৈতি। এই এ্যালবামের সবগুলো গানেই গীতিকার হিসাবে রয়েছেন এন আই শুভ। “আনকোরা” এ্যালবামের সবগুলো গানের সুর ও সংগীত আয়োজন করেছেন: সচি সামস। দেশের অন্যতম জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান “জি-সিরিজ” এর ব্যানারে এ্যালবামটি বাজারজাত করা হচ্ছে। তাছাড়া মিক্সড এ্যালবাম ও সিনেমাতে প্লে-ব্যাক এবং ষ্টেজশো নিয়ে ব্যস্ত সময় পার করছেন শিল্পী শাহিন খান।