নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরের মহান ভাষা সৈনিক আলহাজ্ব মোহাম্মদ হাসান(৮৫)আর নেই। মঙ্গলবার সন্ধা সোয়া ৭টায় সোনাকান্দাস্থ তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি….রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ ছেলে,২মেয়ে ও অসংখ্য নাতি-নাতনীসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল বুধবার সকাল ১০টায় ঐতিহাসিক সোনাকান্দা কিল্লা জামে মসজিদে নামাজের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয় দীর্ঘ দিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এম এ লতিফ,ডেপুটি কমান্ডার আলহাজ্ব ক্বাজী নাছির,বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ আবুল জাহের,নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব সানাউল্লাহ সানু,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফজাল হোসেন,২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন মাহমুদ দুলাল প্রধাণ,১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর,২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনু,২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ,নারী কাউন্সিলর রেজওয়ানা হক সুমি,ইসরাত জাহান খান স্মৃতি,শাহী ইফাত জাহান মায়া,নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব কাজীমউদ্দিন প্রধাণ,বন্দর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোজাম্মেল হক,কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ বাচ্চু মিয়া,হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডি’র সভাপতি আলহাজ্ব মঞ্জুর হাসান,বন্দর থানা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সহিদুল হাসান মৃধা,আইন বিষয়ক সম্পাদক মোঃ নূর হোসেন,সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান মোল্লা,বন্দর থানা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট হাবিব আল মুজাহিদ পলু,থানা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার পারভেজ সুজন,বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ,সাংগঠনিক সম্পাদক খান মাসুদ,যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান কমল ও আরাফাত কবির ফাহিম পৃথক পৃথক বিবৃত্তিতে শোক প্রকাশ জানিয়েছেন। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনসহ তাঁর বিদেহী রুহের মাগফেরাত কামনা করেন।