নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে মোক্তার হোসেন(৪০) নামে মৎস্য ব্যবসায়ীকে ১ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। ধামগড় বাজারে অবৈধ পন্থায় জাটকা বিক্রির অপরাধে গতকাল মঙ্গলবার দুপুরে বন্দর উপজেলা নির্বাহী অফিসার তথা প্রথম শ্রেণীর বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযুক্ত মোক্তার হোসেনের বিরুদ্ধে ওই আদেশ দেন। এ সময় জব্দকৃত জাটকা মাছ স্থানীয় মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে বিতরণ করেন। ধৃতকে মঙ্গলবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।