বিজয় বার্তা ২৪ ডট কম
শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু বলেছেন, ১৯৭২ সালের ১১ নভেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শহীদ শেখ ফজলুল হক মনি যুবলীগ প্রতিষ্ঠা করেন। আজ সেই যুবলীগ ৪৪ বছরে পদার্পন করলেন। আমরা নারায়ণগঞ্জ যুবলীগ দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করে চলেছি। কেউ বলেন আমি শামীম ওসমানের রাজনীতি করি। সে নাকি বঙ্গবন্ধুর রাজনীতি করে। তাকে আমি বলতে চাই আমি শামীম ওসমানের রাজনীতি করি। যেটা সত্যি সেটা বলবোই।
শুক্রবার বিকেলে মহানগর জেলা আওয়ামীলীগের কার্যালেয় যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই ওসমান পরিবার আওয়ামীলীগের জন্ম লগ্ন থেকে বিশাল ত্যাগ দিয়ে আসছেন। জননেতা শামীম ওসমান নারায়ণগঞ্জে গোলাম আজমকে নিষিদ্ধ করেছেন। ওসমান পরিবারের বাসভবন থেকে আওয়ামীলীগের জন্ম হয়েছিলো। ওসমানের পরিববারের কর্ণধার একে এম শামসুজ্জোহা এদেশের ভাষা সৈনিক ছিলেন। তার স্ত্রী নাগিনা জোহাও ভাষা সৈনিক ছিলেন। বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবিতে প্রয়াত সাংসদ নাসিম ওসমান সেদিন বাসঘরে নতুন বউ রেখে আন্দোলনে ঝাপিয়ে পড়েছিলেন। বর্তমান সাংসদ সেলিম ওসমানও এদেশকে স্বাধীন করতে যুদ্ধ করতে গিয়ে নির্যাতিত হয়েছেন।
তিনি আরো বলেন, ওসমান পরিববার সব সময় বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগের রাজনীতি করেন। আমি আবার বলবো আমি শামীম ওসমানের রাজনীতি করি। যতদিন বেঁচে থাকবো শামীম ওসমানের নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে যাবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ মধ্যম আয়ের দেশে পরিনত করেছে। তার নেতৃত্বে আমাদের এদেশের উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।