বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ৫২পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে থানার নবীনগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে সোনারগাঁ থানাধীন শম্ভুপুরা এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে আল মাহমুদ রিয়াদ(৩৯) ও বন্দর থানাধীন রাজবাড়ী এলাকার মৃত জহর আলীর ছেলে সোহরাব হোসেন(৪৫)। এ ব্যাপারে বৃহস্পতিবার রাতেই বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। ধৃতদের শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।