বিজয় বার্তা ২৪ ডট কম
নতুন বছরের প্রথম দিন থেকে সংসদ সদস্য সেলিম ওসমানের অর্থায়নে নির্মাণাধীন স্কুল গুলোর কার্যক্রম শুরু এবং আগামী মার্চ মাসের মধ্যে স্কুল গুলো সম্পূর্ন আধুনিকায়নের কাজ শেষ করার আশা ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
বুধবার সকালে বন্দরের মুছাপুর ইউনিয়নের ত্রিবেনী এলাকায় শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সরকারী বরাদ্দ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে চার তলা ফাউন্ডেশনে একতলা নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। ভিত্তি প্রস্তর স্থাপনের পর শামসুজ্জোহা এমবি ইউনিয়ন ও পুরাণ বন্দরে নাসিম ওসমান মডেল হাইস্কুলের শিক্ষার্থীদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ভিত্তি প্রস্তর স্থাপন শেষে তিনি শামসুজ্জোহা স্কুলের শিক্ষার্থীদের সাথে তাদের প্রয়োজন এবং চাহিদা নিয়ে বিভিন্ন কথা বলেন। এছাড়াও সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যক্তিগত তহবিল থেকে পুরান বন্দর এলাকায় নির্মাণাধীন নাসিম ওসমান মডেল হাইস্কুল পরিদর্শন ও শিক্ষার্থীদের সাথেও তাদের প্রয়োজনীতা নিয়ে দীর্ঘ সময় আলাপ করেন। এ সময় দুটি স্কুলের শিক্ষার্থীরা সংসদ সদস্যের কাছে মাল্টিমিডিয়া ক্লাস রুম, কম্পিউটার ল্যাব, সাইন্স ল্যাব, লাইব্রেরি, কমনরুম, খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চার বিষয়ে দাবী তুলেন।
এ সময় সেলিম ওসমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি তোমাদের স্কুল ভবন করে দিয়েছি। আগামী জানুয়ারী মাস থেকে নতুন ভবন গুলো উদ্বোধন করা হবে। তোমরা আমাকে আরেকটু সময় দাও আগামী মার্চ মাসের মধ্যে আমি স্কুলে মাল্টিমিডিয়া ক্লাস রুম, মাল্টিমিডিয়া ক্লাস রুম, কম্পিউটার ল্যাব, সাইন্স ল্যাব, লাইব্রেরি, কমনরুম সহ সব কিছুই হবে। বিনিময়ে তোমরা আমাকে কি দিবে? তখন শিক্ষার্থীরা সমস্বরে চিৎকার করে বলে আমরা সবাই আপনাকে ভাল ফলাফল উপহার দিবো। শিক্ষার্থীদের উত্তরের সন্তোষ্টি প্রকাশ করে এমপি সেলিম ওসমান। এ সময় স্কুলের শিক্ষার্থীরা সংসদ সদস্য সেলিম ওসমানের সাথে ফটোসেশন করেন সেই সাথে এমপির সাথে হাত মিলিয়ে ক্যামেরাবন্দী হয়।
ভিস্তি প্রস্তর উদ্বোধন ও স্কুল পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর কামরুল হাসান মুন্না, ইফাত জাহাত মায়া, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক রুমন রেজা, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ
হোসেন, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ, শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঈন আহম্মেদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।