বিজয় বার্তা ২৪ ডট কম
মসজিদের মোতওয়াল্লী পদ দখলে নিতে হাজী লোকমান হোসেন(৫৫)নামে এক ব্যাক্তিকে দারোগা দিয়ে ক্রসফায়ারে হত্যার চেষ্টা পরিকল্পনার গোঁমড় ফাঁস হয়ে গেছে। সম্প্রতি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন তিনগাঁও এলাকায় এ ঘটনার বর্হিঃপ্রকাশ ঘটে। বিষয়টি জানা জানি হওয়ার পর গোটা বন্দর জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। ঘটনার ভুক্তভোগী তিনগাঁও এলাকার মৃত ইজ্জত আলী প্রধাণের ছেলে হাজী লোকমান হেসেন জানান, তিনি দীর্ঘ দিন ধরে স্থানীয় তিনগাঁও দক্ষিণ পাড়া জামে মসজিদের মোতওয়াল্লী হিসেবে দায়িত্ব পালণ করে আসছেন। তার ওই পদে আসীন হওয়ার জন্য ওই এলাকার ওয়াহেদ আলী সারেংয়ের ছেলে মোতালেব হাজী লোকমানকে হত্যার জন্য নানা পাঁয়তারা চালায়। চক্রান্তের ধারাবাহিকতায় মোতালেব গোপনে কেরানীগঞ্জ জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের উপ-পরিদর্শক আরিফ হোসেনের সঙ্গে ৪০ হাজার টাকায় চুক্তি করে। চুক্তির পর পরই দারোগা আরিফ নিজেকে র্যাবের মেজর পরিচয় দিয়ে গত ৪ অক্টোবর হাজী লোকমানকে সস্ত্রীক প্রথমে পুলিশ হেডকোয়ার্টারের সামনে ডেকে নেয়। পরে সেখান থেকে কাকরাইল মসজিদে গেইটের সামনে রেখে তার কাছে ১০ লাখ টাকা দাবি করেন অন্যথায় তাকে জঙ্গী আখ্যা দিয়ে ক্রসফায়ারের ভয় দেখায়। নিরীহ লোকমান ভয়ে ৫০ হাজার টাকা ম্যানেজ করে দেয়ার কথা স্বীকার করলেও দারোগা আরিফ তার দিকে রিভলবার তাক করে। এ সময় হাজী লোকমানের স্ত্রী হাতে পায়ে ধরে কান্নকাটি করার পরও দারোগা আরিফ তাদেরকে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায়। এক পর্যায়ে লোকমানের স্ত্রী ডাকচিৎকার করলে অবস্থা বেগতিক বুঝে দারোগা আরিফ চম্পট দেয়। ওই ঘটনার হাজী লোকমান অসুস্থ হয়ে পড়েন। এরপরও দারোগা আরিফ লোকমানের স্ত্রীর কাছে ১০লাখ টাকা দাবি করে। অন্যথায় ক্রস ফায়ার করা হবে হুমকি দেয়। নিরাপত্তা নিয়ে শংকা দেখা দিলে উপায়ন্ত না পেয়ে হাজী লোকমান প্রধাণমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী,আইনমন্ত্রী ও আইজিপিসহ বিভিন্ন দফতরে দারোগা আরিফের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে চাকুরী বাঁচাতে দারোগা আরিফ হাজী লেকমানের বাড়িতে গিয়ে তার কাছে ক্ষমা চান এবং হাজী লোকমানকে অপহররণ আর হত্যার জন্য তিনগাঁও এলাকার মোতালেব হোসেন তাকে ৪০ হাজার টাকা উৎকোচ দেয় বলে সে স্বীকার করে। দারোগা আরিফের প্রদত্ত ভঅস্যে জানা যায়, মূলতঃ আরিফের বড় ভাই আবদুস সামাদের সঙ্গে হাজী লোকমানের হত্যা চেষ্টার পরিকল্পনাকারী মোতালেবের সঙ্গে কাটনের ব্যবসা রয়েছে। সেই সুবাদে মোতালেব সামাদের মাধ্যমে তার ছেটাভাইকে দিয়ে এ পরিকল্পনা করে। এ ঘটনায় গোটা তিনগাঁও এলাকাবাসীর মঝে ক্ষোভের সঞ্চার করছে। এলাকাসী কথিত ব্যবসায়ী মোতালেবের বিরুদ্ধে তদন্তপূর্বক আশু ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। দারোগা আরিফ আরো জানায়,সম্প্রতি কেরানীগঞ্জ ডিবি থেকে নারায়ণগঞ্জে পোষ্টিং হয়। কিন্তু এ ঘটনার কারণে সে আড়াইলাখ টাকার বিনিময়ে মানিকগঞ্জে বদলী হন।