স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে এলাকাবাসীর স্বতঃস্ফুর্ত মিছিলে পুলিশের বেপরোয়া গুলিবর্ষণে ৫ জন নিহত এবং অর্ধ শতাধিক ব্যক্তি আহতের ঘটনায় তীব্র ধিক্কার, নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, বাঁশখালীতে কয়লা ভিত্তিক প্রকল্প বাতিলের দাবিতে এলাকাবাসীর মিছিলে পুলিশের নির্বিচারে গুলিবর্ষণ আবারো বর্তমান ভোটারবিহীন সরকারের নির্মমতার চরিত্র উন্মোচন করলো।
মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ সব কথা বলেন।
মির্জা আলমগীর বলেন, দেশের উন্নয়নে যেকোন প্রকল্প বাস্তবায়ন হতেই পারে, কিন্তু পরিবেশের ক্ষতি করে কিংবা সেটি স্থাপনে যথাযথ নীতিমালা অনুসরণ না করা অথবা সঠিক স্থানে প্রকল্প স্থাপিত না হলে সংশ্লিষ্ট এলাকার জনগণ প্রতিবাদ করবে এটাই স্বাভাবিক। কিন্তু সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক সেটিকে পাত্তা না দিয়ে জনগণের ন্যায্য দাবি ও আন্দোলনে কেবল বাধাদানই নয় বরং প্রতিবাদমুখর জনগণের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে প্রাণ কেড়ে নেয়া, বর্তমান জোর জবরদখলকারী সরকারকে কতটা উন্মাদ করে দিয়েছে তা সহজেই অনুমেয়।
তিনি বলেন, চট্টগ্রামে ন্যায্য দাবিতে আন্দোলনরত জনগণের ওপর পুলিশের পৈশাচিক হামলা এবং হামলায় ৫ জন নিহত ও অর্ধ শতাধিক মানুষের আহতের ঘটনায় ধিক্কার জানানোর ভাষা আমার জানা নেই।
মির্জা আলমগীর বলেন, বর্তমান শাসকগোষ্ঠীর নির্দয় আচরণে গোটা দেশবাসী হাপিত্যেস করছে। সারাদেশেই যেন এখন লাশ ফেলার মহৌৎসব চলছে। আমি অবিলম্বে চট্টগ্রামের বাঁশখালীতে আজকের নারকীয় ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিচারের মুখোমুখি করার জোর দাবি জানাচ্ছি।
তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি আহত ব্যক্তিদের আশু সুস্থতা কামনা করেন।