বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদক স¤্রাট রোমান (৩৫) সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৪ টায় উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া ও কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা নদীরপার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, লাভরাপাড়া এলাকার আমিউদ্দিনের পুত্র রোমান (৩৫) ও মাঝিনা নদীরপাড় এলাকার মৃত সামছুল আলমের পুত্র কামরুজ্জামান বাদল (৩৮)।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ উল্লাহ জানান, মাদক স¤্রাট রোমান ও কামরুজ্জামান বাদল তাদের নিজ নিজ এলাকায় ফেন্সিডিল ও ইয়াবার ব্যবসা করে আসছে। মঙ্গলবার ভোর রাতে অভিযান পরিচালনা করে ইয়াবা বিক্রি করার সময় লাভরাপাড়া এলাকা থেকে রোমান মিয়াকে ২৫ পিছ ইয়াবা ও মাঝিনা নদীরপার এলাকা থেকে কামরুজ্জামানকে ২০ পিছ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় পৃথক মাদকের মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠান হয়েছে।