বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মারবেল (৩৫) কে ২ বছরের কারাদন্ড প্রদান করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা তথা প্রথম শ্রেনীর বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মৌসুমী হাবীব ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় প্রদান করেন। সাঁজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী মারবেল বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকার বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়ার ছেলে। পিতার দেয়ার স্বাক্ষীর ভিত্তিতে ভ্রাম্যমান আদালত এ রায় দেন। গত সোমবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় মাদক ব্যবসায়ী মারবেল পুলিশের সাথে ধস্তাধস্তি করে। গতকাল মঙ্গলবার ভ্রাম্যমান আদালতের রায়ের পর পুলিশ তাকে জেল হাজতে পাঠায়।