স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা মামলার তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সিআইডির ৩ কর্মকর্তা ফিলিপাইন যাচ্ছেন রাতে। ফিলিপাইনগামী ৩ সদস্যের তদন্তদলে রয়েছেন- সিআইডির ডিআইজি সাইফুল আলম, বিশেষ পুলিশ সুপার আবদুল্লাহ হেল বাকী এবং অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম।
এ ছাড়া অর্থ জালিয়াতির ওই ঘটনায় ৩ সদস্যের আরেকটি তদন্ত দলের শিগগিরই শ্রীলঙ্কায় যাওয়ার কথা রয়েছে।
জানা যায়, রাতে তদন্তকাজে তারা ৩ কর্মকর্তা ফিলিপাইনের উদ্দেশে রওয়ানা হচ্ছেন। তারা সেখানে অন্তত ১০ দিন অবস্থান করবেন। তবে ২/১ দিন কমবেশিও হতে পারে।
সেখানে এই ঘটনা নিয়ে যারা তদন্ত করছেন তাদের সঙ্গে কথা বলা ছাড়াও তথ্য আদান-প্রদান করা হবে।
এদিকে রিজার্ভ লোপাটের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের দুই সদস্যের একটি দল দেশটিতে রয়েছেন।