বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের দুলালী হত্যা মামলায় গ্রেফতারকৃত আল আমিন ৫ দিনের পুলিশ রিমান্ডে রয়েছে। গতকাল রিমান্ড ৩ দিন অতিবাহিত হয়েছে। পুলিশ তার কাছ থেকে হত্যা কান্ডের লুমহর্ষক তথ্য উদঘাটন করেছে। সাতদিন পূর্বে দুলালী ১০ দিন চিকিৎসার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। এ দিকে দুলালীর অন্যান্য খুনীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। দুলালীকে পরকিয়া প্রেমিক নূরুল ইসলাম বাড়ি থেকে ডেকে নিয়ে অমানুষিক ভাবে নির্যাতণ করে। দুলালীর মৃত্যু নিশ্চিৎ ভেবে গভীর রাতে চন্ডিতলা নামক নির্জন স্থানে ফেলে চলে যায়। ভোরে এলাকাবাসী দুলালী পড়ে আছে দেখে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। টাকার অভাবে তার সঠিক চিকিৎসা হয়নি। অবশেষে ১০ দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জালড়ে সে মারা যায়। এ ঘটনায় পুলিশ পরকিয়া প্রেমিক নূরুল ইসলামের ছেলে আল আমিনকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়। আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। এ ব্যপারে মামলার তদন্তকারী কর্মকর্তা দারোগা ফরিদ জানান, গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখন প্রকাশ করা যাচ্ছেনা। দুলালীকে হত্যার কথা আল আমিন অকপটে স্বীকার করেছে।