বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয় শ্যূটিং প্রতিযোগীতায় অংশ নিয়ে নারায়ণগঞ্জের জন্য গৌরব অর্জন করে আনা নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের ৬ জন প্রতিভাবান শ্যূটারকে ল্যাপটপ উপহার দিয়ে উৎসাহিত করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
শনিবার ৫ নভেম্বর বিকেল ৫টায় নারায়ণগঞ্জ ক্লাবের গ্রীণলন গ্রাউন্ডে জেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে বিজয়ী তিন শিক্ষার্থীর হাতে পুরস্কারের মোট ১০ লাখ টাকা তুলে দেওয়ার পাশাপাশি রাইফেল ক্লাবের ওই ৬জন শ্যূটারের হাতে উপহার তুলে দেওয়া হয়।
পুরস্কার প্রাপ্তদের মধ্যে শ্যূটার আরফিন আশা ও সুরাইয়া আক্তার জাতীয় শ্যূটিং প্রতিযোগীতায় ১০ মিটার এয়ার রাইফেল’এ স্বর্ণ পদক অর্জন করেছেন ও একই ইভেন্টে রোপ্য পদক অর্জন করেছেন শারমিন আক্তার। এছাড়াও ৫০ মিটার এয়ার রাইফেল শ্যূটিংয়ে শারমিন শিল্পা, মাহমুদুল হাসান ও ১০ মিটার এয়ার রাইফেল শ্যূটিংয়ে রিসালাতুল ইসলাম রোপ্য পদক অর্জন করেছেন।
জেলা প্রশাসক রাব্বি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, জেলা পুলিশ সুপার মঈনুল হক। মূখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহনেওয়াজ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শাহীন আরা বেগম, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবিব, সদর উপজেলা বিদায়ী নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভূমি কর্মকর্তা নাহিদা বারী।