বিজয় বার্তা ২৪ ডট কম
“সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন” এই শ্লোগানে নারায়ণগঞ্জে ৪৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের আয়োজনে শহরের চাষাঢ়া হতে সমবায় দিবস উপলক্ষে র্যালীটি প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে। র্যালী শেষে নারায়ণগঞ্জ ক্লাব কনভেনশন হলের তৃতীয় তলায় সমবায় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা সমবায় ইউনিয়নের সভাপতি আলহাজ¦ মুহাম্মদ আবুল কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রাব্বী মিয়া, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মো. ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) গাউছুল আজম, সাবেক সমবায় পরিচালক চন্দন শীল, জেলা সমবায় অফিসার মুহাম্মদ মিজানুর রহমান, আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি খবির আহমেদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে রাব্বী মিয়া বলেন, বাংলাদেশ অর্থনৈতিক পরিবর্তন করা দরকার। সমবায়ের মাধ্যমে তা সম্ভব। বাংলাদেশ অর্থনৈতিক মিরাকেল অব দ্যা ওয়ার্ল্ড আর এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনেই। তিনি বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, সমবায় সমিতির মাধ্যমে সবাই উন্নয়ন করতে হবে। কোন প্রকার অনিয়ম শুনতে চাই না। যারা অবৈধ ভাবে সমবায় সমিতি খোলছে তাদের বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশকে পরিবর্তন করতে হলে মাদক থেকে সড়ে আসতে হবে। নারীরা এদিকে এগিয়ে আছে কারন তারা মাদক হতে অনেক দুরে। বাংলাদেশের উন্নয়নে নারীরা অগ্রনি ভূমিকা পালন করছে। আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সমৃদ্ধশালী মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও উন্নয়নশীল দেশ রেখে যেতে হবে। যাতে করে তারা সুন্দরভাবে বসবাস করতে পারে। এসময় সভাপতির বক্তব্যে আবুল কাশেম বলেন, সমবায়ের মাধ্যমে মানুষ আত্ম নির্ভরশীল হয়ে উন্নয়ন করছে। যাতে করে তারা আরো সুন্দর ভাবে সমবায়ের মাধ্যমে উন্নয়ন করতে পারে তার জন্য সবাইকে ট্রেডিং এর ব্যবস্থার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে ।