বিজয় বার্তা ২৪ ডট কম
পরিবহন ভাড়া অর্ধেক করার দাবিতে সিদ্ধিরগঞ্জ কদমতলী পুল এলাকায় মানব বন্ধন করেছে ছাত্র-ছাত্রীরা। গতকাল শনিবার বেলা ১২ টায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মানব বন্ধন করেন। শিক্ষার্থীদের কাছ থেকে যাত্রীবাহী পরিবহন ভাড়া অর্ধেক নেয়ার দাবি জানায় বক্তারা। মানব বন্ধনে উপস্থিত ছিল, স্বজল, সৌরভ, রবিন, তানজির, জুয়েল, অর্প, রাতুল, পাভেল, কাউসার, সজিব, মাহমুদা, সুরাইয়া, পারভীন, জেরিন, তামান্নাসহ কয়েক শতাধিক শিক্ষার্থী। কদমতলী পুল আদমজী এম ডব্লিউ উচ্চ বিদ্যালয় থেকে নারায়ণগঞ্জ শিমরাইল সড়ক পর্যন্ত প্রায় আধা ঘন্টা অবস্থান করে মানব বন্ধনকারীরা।
ৎ