চট্টগ্রাম,বিজয় বার্তা ২৪
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে এলাকাবাসীর সঙ্গে নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মীদের সংঘর্ষে ৪ জন নিহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে নিহতের ঘটনায় ৫৭ জনের নাম উল্লেখ করে ৩ হাজার ২০০ জন এলাকাবাসীকে আসামি করে মামলা করেছে পুলিশ। এ ছাড়াও নিহতের স্বজনরাও দুটি মামলা দায়ের করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রশিদকে ঘটনা তদন্ত করে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক। সোমবার রাতে এই কমিটি গঠন করা হয়।
সোমবার বিকালে বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ সময় আহত হন ৭ পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক এলাকাবাসী। সংঘর্ষে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ জানায়, এস আলম গ্রুপের মালিকানাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে সংঘষের্র এ ঘটনা ঘটে।
এদিকে নিহতের হওয়ার ঘটনায় ৫৭ জনের নাম উল্লেখ করে ৩ হাজার ২০০ জন এলাকাবাসীকে আসামি করে মামলা করেছে পুলিশ। এছাড়াও নিহতের স্বজনরাও দুটি মামলা করেন।