বিজয় বার্তা ২৪ ডট কম
আত্মকর্মী যুব শক্তি,টেকসই উন্নয়নের মূলভিত্তি’’এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা,যুব ঋৃণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান মুকুল। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌস আরা বেগমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ সেলিমুল ইসলাম ও বন্দর থানার উপ-পরিদর্শক মোঃ আল মামুন। অনুষ্ঠানে ১০জন কর্মঠ যুবকের মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকার চেক এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।