বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয় ৪ নেতা হত্যা ও জেল হত্যা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিছুর রহমান দিপুর আয়োজনে দোয়া মাহ্ফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ জোহর নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ভবনে এই দোয়া মাহ্ফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির এড. সভাপতি আনিছুর রহমান দিপুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক এড. হাসান ফেরদৌস জুয়েল, সিনিয়র আইনজীবী এড. আমিনুল হক, পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. ওয়াজেদ আলী খোকন, অতিরিক্ত (পিপি) মাকসুদা আহমদ, সাবেক আইনজীবী সমিতির সহ সভাপতি হাবিব মুজাহিদ পলু, জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি ওমর ফারুক, জেলা মহিলা আইনজীবী পরিষদের সভাপতি সেলিনা ইয়াসমিন, সাধারণ সম্পাদক নাসিমা হাসনাত, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, জেলা ছাত্রলীগের সহ সভাপতি নবীন আইনজীবী এড. আলী আকবর সহ আরো অনেকে।
এ সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও প্রয়াত আইনজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।