স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
রাজধানীর পুরান ঢাকার ইসলামপুরের একটি মসজিদের ভেতর মুয়াজ্জিনকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম বিল্লাল হোসেন (৫৭)। তিনি গত ২০ বছর ধরে ওই এলাকার জব্বুখান জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন।
সোমবার ভোরে মসজিদের দোতলা ও ৩ তলার মাঝের সিঁড়ি থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, ফজরের নামাজের সময় ইমাম নামাজ পড়াতে এসে সিঁড়িতে লাশ দেখে থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
বিল্লাল হোসেনের বুকে ৩টি এবং পিঠ ও হাতে ১টি করে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
মসজিদের তৃতীয় তলার একটি কক্ষে থাকতেন মুয়াজ্জিন বিল্লাল হোসেন। তার ঘর তালা দেয়া অবস্থায় পাওয়া গেছে।