স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের জন্য নেওয়া আঙুলের ছাপের অপব্যবহার হবে না বলে আশ্বস্ত করেছে সরকার।
আঙুলের ছাপের অপব্যবহার করা হলে সংশ্লিষ্ট অপারেটরকে ৩০০ কোটি টাকা জরিমানা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব কথা জানান।