খেলাধূলাডেস্ক,বিজয় বার্তা ২৪
ফাইনালের মতই হলো ফাইনাল। শেষ ওভার পর্যন্তও বলা যায়নি আসলে কে জিতবে। নিঃসন্দেহে টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা দুটি দল মুখোমুখি। টান টান উত্তেজনাপূর্ণ খেলাটিতে শেষ ওভারে প্রয়োজন ১৯ রান। বোলার ক্রিস জর্ডান। ব্যাটসম্যান কার্লোস ব্রাফেট। প্রথম বলেই লেগ সাইড দিয়ে ছক্কা।
দ্বিতীয় বলে লং অন দিয়ে আরেকটা বিশাল ছক্কা। পরের বলেই লং অফের ওপর দিয়ে আরেকটি ছক্কা। তাতেই জয় নিশ্চিত ওয়েস্ট ইন্ডিজের। চতুর্থ বলে আবারও ছক্কা। টানা চারটি ছক্কায় ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে গেলো ওয়েস্ট ইন্ডিজ।
টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে ইংল্যান্ড।
ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। স্যামুয়েল বদ্রির প্রথম ওভারের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে ফিরে আসেন ইনফর্ম জেসন রয়। এরপর দলীয় ৮ রানের দ্বিতীয় উইকেট হারায় ইংলিশরা। আন্দ্রে রাসেলের বলে ক্যাচ দিয়ে ফিরে যান অ্যালেক্স হ্যালেস।
ইংল্যান্ডের বিপদ বাড়িয়ে পঞ্চম ওভারে ফিরে যান অধিনায়ক ইয়ন মরগান। বদ্রির বলে স্লিপে গেইলকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। দলের রান তখন ২৩। এরপর বাটলারকে নিয়ে ৬১ রানের জুটি বাধেন জো রুট। তবে দলীয় ৮৪ রানে বার্থওয়েটের বলে ব্রাভোকে ক্যাচ দেন বাটলার। ২২ বলে ৩৬ রান করেন রাটলার।
স্টোকসকে নিয়ে জুটিটা বাড়াতে থাকেন রুট। তবে রুটকে একা রেখে দলীয় ১১০ রানে ফিরে যান স্টোকস। এরপরের বলেই আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বলি হয়ে প্যাভিলিয়নে ফিরে আসেন মঈন আলী। ১৫তম ওভারের প্রথম বলে সবচেয়ে বড় সফলতা পায় ক্যারিবীয়রা। ৩৬ বলে ৫৪ রান করে ফিরে আসেন জো রুট।
এর আগে টি২০তে ১৩ লড়াইয়ে ৯টিতেই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। আর বাকি ৪টিতে জয় পায় ইংল্যান্ড। বিশ্বকাপে চারবারের দেখায় একটিতেও জয় পায়নি ইংল্যান্ড।
ইংল্যান্ড দল: ইয়ন মরগান, মঈন আলি, জস বাটলার, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, এবং ডেভিড উইলি।
ওয়েস্ট ইন্ডিজ দল: ড্যারেন স্যামি, স্যামুয়েল বদ্রি, সুলেমান বেন, কার্লোস ব্রাথওয়েইট, ডোয়াইন ব্রাভো, জনসন চার্লস, ক্রিস গেইল, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস ও লেন্ডল সিমন্স।