নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিদ্ধিরগঞ্জে দাম্পত্য কলহের জের ধরে কামরুন্নাহার রানি (৩৫) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার সকালে গোদনাইল পানির কল এলাকায় খালেক মিয়ার ভাড়া বাড়িতে ঘটনাটি ঘটে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন সকাল ১১টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার থানায় নিয়ে যায়। এ সময় আতœহননকারীর ভাই সাইফুল পুলিশকে অভিযোগ করেন তার ভগ্নিপতি জালাল হোসেন উজ্জ্বল (৩৮) রানীকে আত্মহত্যার প্ররোচনা করলে সে আতœহত্যা করে। পরে পুলিশ জালাল হোসেন উজ্জ্বলকে আটক করে। নিহত কামরুন্নাহার রানী ফেনী জেলার সোনাগাজী থানার চরখোয়াস থানার মোঃ ইব্রাহীমের মেয়ে। এ ঘটনায় সাইফুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
লাশ উদ্ধারকারী সিদ্ধিরগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন জানান, রোববার ভোর থেকে সকাল সাড়ে ১০টার মধ্যে যেকোন সময় আত্মহত্যার ঘটনাটি ঘটে। নিহতের ভাই সাইফুলের অভিযোগে ভগ্নিপতি জালাল হোসেন উজ্জ্বলকে আটক করা হয়। এ ঘটনায় সাইফুল বাদি হয়ে থানায় মামলা করেন।