অর্থনৈতিক,বিজয় বার্তা ২৪
আপাতত ব্যাংক কমিশন গঠিত হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাকবাজেট আলোচনাকালে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘আপাতত ব্যাংক কমিশন গঠনের কোনো ইচ্ছে নেই। বিভিন্ন ব্যাংকের দুর্নীতির বিষয়ে তদন্ত চলছে। এ ছাড়া রিজার্ভের টাকা চুরির ঘটনা অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর প্রতিবেদন অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’
আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরি ঘটনার পরিপ্রেক্ষিতে কমিশন গঠনের প্রসঙ্গ উঠলে অর্থমন্ত্রী এ কথা বলেন।
ব্যাংকিং খাতের সংস্কারের লক্ষ্যে গত বছর ব্যাংক কমিশন গঠনের কথা বলেছিলেন তিনি।
উল্লেখ্য, সার্বিকভাবে ব্যাংকিং খাতের সংস্কার ও উন্নয়নে চলতি ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় একটি ব্যাংক কমিশন গঠনের কথা বলা হয়েছিল।