মাদারীপুর,বিজয় বার্তা ২৪
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘তনু হত্যাকাণ্ড যেহেতু তদন্তাধীন রয়েছে, সেহেতু এ বিষয়ে এখন কথা না বলাই ভালো। তদন্ত শেষে আমরা বিষয়টি নিয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানাব।’
শনিবার বিকেলে মাদারীপুরের পাঁচখোলা মুক্তিসেনা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় মন্ত্রী আরো বলেন, ‘ইউপি নির্বাচনে সহিংসতা প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার কম হয়েছে। আগামীতে আরো কম হবে। দুই পক্ষের আধিপত্য বিস্তারের কারণে নির্বাচন পরবর্তী সহিংসতা হচ্ছে, এটা মোটেও কাক্সিক্ষত নয়।’
মাদারীপুর পাঁচখোলা মুক্তিসেনা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আক্তার হোসেন সেন্টু মুন্সি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র সচিব ড. মোজাম্মেল হক খান, আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিমউদ্দন প্রমুখ।