নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিদ্ধিরগঞ্জে ওয়ান এপিবিএন’র অভিযানে আধাঁ কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ৮’শ টাকাসহ মাদক স¤্রাজ্ঞী নুরুন নাহারের সহযোগী আকলিমা (২৮) গ্রেফতার। শনিবার (২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় ওয়ান এপিবিএন উত্তরা ঢাকার একটি আভিযানিক দল এএসপি মো: মাহমুদুল হাসানের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড় এলাকার মাদক সম্রাট রুপ চাঁনের স্ত্রী চিহ্নিত মাদক স¤্রাজ্ঞী নুরুন নাহারের বাড়ীতে অভিযান চালিয়ে এসব মাদক দ্রব্যসহ তাকে গ্রেফতার করে।
ধৃত- আকলিমা মধ্য সানারপাড় এলাকার রহমত আলীর স্ত্রী।
থানা পুলিশ সূত্রে জানা যায়, একই দিন সন্ধ্যায় ওয়ান এপিবিএন ফোর্সের সদস্যরা মাদক ব্যবসায়ী আকলিমাকে উদ্ধার হওয়া গাঁজাসহ তাকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় ওয়ান এপিবিএন ফোর্সের এসআই যোগেশ চন্দ্র মন্ডল বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।