নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বিল এলাকা থেকে অজ্ঞাত (৪৮) এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল ৫টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে জালকুড়ি ফিরোজ ফিলিং স্টেশন পাশে একটি ঝোপ থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। পড়নে ছিল সাদা পায়জামা ও হলুদ পাঞ্জাবী।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই আবিদ হোসেন জানান, এলাকাবাসী জালকুড়ি বিলের একটি ঝোপের মধ্য লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তবে লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।