নারায়ণগঞ্জ,বিজয় বাতা ২৪
ইসলামী ছাত্র শিবিরের দোর্দন্ড প্রতাপের পর এবার বন্দরে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা’র আর্বিভাব ঘটেছে। বিগত সময়ে এ অঞ্চলের সহজ-সরল ছাত্রদের নিয়ে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিতে সক্রিয় করে তুললেও এবার ছাত্রীদের সংঘবদ্ধ করে গোটা বন্দর জুড়ে অশান্ত করার পাঁয়তারা চালাচ্ছে তথাকথিত এ সংগঠনটি। ছাত্রীদের কব্জা করতে ইতোমধ্যে ইসলামী ছাত্রী সংস্থা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উড়ো চিঠি ও লিফলেটের মাধ্যমে ছাত্রীদেরকে তাদের দলে ভিড়ানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ইসলামী ছাত্রী সংস্থা’র একটি প্রচারপত্র নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় হতে এবং বেশ কয়েকটি ফটোকপি বন্দর ইসলামিয়া ফাযিল মাদ্রাসা হতে উদ্ধার করা হয়। প্রচারপত্রটি উদ্ধারের পর হতে অভিভাবক মহলে চরম শংকা বিরাজ করছে। এ ব্যাপারে নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক সায়মা খানমের সঙ্গে আলাপকালে লিফলেট উদ্ধারের সত্যতা স্বীকার করে তিনি বলেন,লিফলেটটি কিভাবে দিয়ে গেল তা ভাববার বিষয়। এটি উদ্ধারের পর হতে নিজেরাও আতংকে আছি। তবে এ সংক্রান্তে প্রশাসনের কর্মকর্তাদের অবগত করা হয়েছে। অপরিদকে বন্দর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ নুরুল হক জানান,বিষয়টি শুনেছি তবে বিস্তারিত না জেনে এই মুহুর্তে কিছু বলা যাচ্ছেনা। যদি এরূপ কিছু হয়ে থাকে তাহলে আমাদেরকে সদা সতর্ক থাকা উচিত। এদিকে উদ্ধারকৃত লিফলেটটির এক প্রান্তে সুন্দর হস্তাক্ষরে লেখা রয়েছে ‘‘ আর ঐ ব্যাক্তির কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে,যে আল্লাহর পথে মানুষকে ডাকে,নেক আমল করে আর ঘোষণা করে আমি ‘‘মুসলিম’’সূরা হামিম আস সেজদাহ,আয়াত-৩৩। অপর প্রান্তে লেখা রয়েছে,‘‘বাংলাদেশের ছাত্রী সমাজকে আল্লাহর কোরআন ও রাসুলের সুন্নাহ অনুযায়ী গঠন করে তাদেরকে আদর্শ মুসলিম নারী হিসেবে গড়ে তোলা এবং দ্বীন ইসলামের প্রতি সঠিক দায়িত্ব পালণের মাধ্যমে আল্লাহর সন্তোষ অর্জণ করা যাতে দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তি হাসিলা করা যায়। ‘‘বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা’’। সর্বশেষ অংশটিতে লেখা রয়েছে ‘‘ নতুন পৃথিবী গড়ার আসছে নতুন ডাক হাতে হাত রেখে এসো গড়ি মৌচাক মনের কালিমা মুছে এসো হে নবীন খোদার রঙে জীবন গড়ি আজ রঙ্গিন’’। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ আবুল কালামের সঙ্গে আলাপকালে তিনি জানান,বন্দরে ইসলামী ছাত্রী সংস্থা’র অস্তিত্ব পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবেনা। এ ধরণের কর্মকান্ডের জন্য কাউকে ছাড়া দেয়া হবেনা।