নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ড. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, এনসিসি’র কাজে বাধা দিতে একটি কুচক্রিমহল প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর তাদের সহযোগিতা করছে গুটিকয়েক পত্রিকা। আর আইভীর বিরুদ্ধে লেখালেখি করলে তাদের পত্রিকা চলে। আমি বলবো সেই কুচক্রিদের বিরুদ্ধে লিখুন, পত্রিকা আরো ভাল চলবে।
বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের সামনেে এনসিসি’র উদ্যোগে ‘জনতার মুখোমুখি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন’ অনুষ্ঠানে তিনি এসব এসব কথা বলেন।
আইভী আরো বলেন, আমার বিরুদ্ধে যারা কথা বলে তাদের জবাব আমার কাজ ও জনগণ দিবো। আর যারা আমার সাথে ঝগড়া করতে চায় তারা যেন সামনে এসে করে।
এসময় উপস্থিত জনসাধারণ, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী জুন মাসেই অনেক কাজের টেন্ডার দেয়া হবে। এই টেন্ডারের কাজ শেষ হওয়ার পরে আর কারো কোন অভিযোগ থাকবে না। আর অনেক এলাকা রয়েছে যেখানে ট্যাক্স কম পেলেও উন্নয়ন করা হয়েছে অনেক টাকার। আগামীতে আরো উন্নয়ন হবে।
ঠিকাদার জাকির গ্রেফতার প্রসঙ্গে তিনি আরো বলেন, শহরের দেওভোগ জিমখানায় যে পার্ক ও লেক নির্মাণ হয়েছে তার ইজারা দিয়েছে সিটি করপোরেশন। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ মামলা করেছে ঠিকাদারের বিরুদ্ধে। আর গ্রেপ্তার সহ এর পেছনে রয়েছে একটি অপশক্তি ও অশুভ মহল যারা উন্নয়ন কাজকে বাধাগ্রস্থ করতে চায়। কারণ মামলা করলে আমার কিংবা সিটি করপোরেশনের বিরুদ্ধে হতে পারে। জাকিরকে গ্রেপ্তারের পর আমি থানায় গিয়ে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ছিলাম শুধুমাত্র সহমর্মিতা জানানোর জন্য। তবে জলাশয় সংরক্ষণ আইনে দেওভোগ ও জিমখানায় যে লেক নির্মাণ হচ্ছে সেটা ড্যাপ অনুযায়ীই হচ্ছে। যে কোন মুল্যে সেখানে জলাশয় করা হবে সেখানে কোনভাবেই বাণিজ্যিক প্লট বিক্রি করতে দেওয়া হবে না। যদি আমি বেঁচে থাকি তাহলে সেখানে লেক হবেই। আমিও জানি কিভাবে এসব অপশক্তিদের মোকাবেলা করতে হবে। আমি শান্তিপূর্ণভাবে লড়তে চাই। কেউ লড়তে চাইলে আমার সঙ্গে লড়তে আসুক।
এসময় উপস্থিত ছিলেন এনসিসি’র ২৭টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর, বিভিন্ন সাংবাদিকবৃন্দ ও জনসাধারণ।