নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় মোঃ মোস্তফা কামালের বাড়ীতে হামলা,ভাংচুর,লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। নগদ ৪ লাখ টাকা ৭ ভরি স্বর্ণালংকার লুট ও ২ মহিলাকে পিটিয়ে আহত করেছে হামলাকারীরা। পূর্ব শত্রুতার জের ধরে গত বুধবার রাতে একই এলাকার আবুল কালামের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। বাড়ীর মালিক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে,মিজমিজি বাতানপাড়া তালতলা এলাকায় মৃত ইয়াকুব আলীর ছেলে মোঃ মোস্তফা কামালের (৫০) বাড়ীতে বুধবার রাত সাড়ে ৭ টায় একই এলাকার মোঃ খলিলুর রহমানের ছেলে আবুল কালামের (৩০) নেতৃত্বে,আবদুল মজিদের ছেলে আয়নাল(৩৫),খলিলুর রহমানের স্ত্রী রেখা বেগম মেয়ে শিখা,ফেরদৌসের স্ত্রী শ্যামলী ও মিলনের স্ত্রী লাবনীসহ ১০/১২ জনের একটি সঙ্গবদ্ধ দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাড়ীর মালিক মোস্তফার স্ত্রী হোসনে আরা বেগম ও মেয়ে মাহমুদাকে পিটিয়ে আহত করে,ঘরের দরোজা,জানালা ও আসবাবপত্র ব্যাপক ভাংচুর করে। হামলাকারীরা ঘরে থাকা নগদ ৪ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। জায়গা জমি সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালিয়েছে বলে ভোক্তভূগী পরিবারের অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গেছে,খলিলুর রহমান ও তার স্ত্রী রেখা বেগম একই জমি গোপনে একাধিক লোকের কাছে বিক্রি করে আর্থিক ফায়দা লুটে। রেখা বেমগ তার জমি ছেলে মেয়েদের নামে গোপনে হেবা করে লিখে দিয়ে,একই জমি অন্যজনের কাছে বিক্রি করে। ক্রেতা কয়েক বছর ভোগদখল করার পর তার ছেলে মেয়েরা হেবা নামা দলিল মূলে জমির মালিক দাবি করে। এরকম প্রতারনা মূলক একটি জায়গা নিয়ে একই এলাকার এক লোকের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা মোকদ্দমা চলছে। সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর একাধিকবার বিচার সালিশীও করেছে। যেহেত হেবা নামা আগে সে মতে আইনত ভাবে ক্রেতা জমি পায়না।এভাবে কয়েকজন লোকের সাথে প্রতারনা করেছে খলিলুর রহমান ও তার স্ত্রী রেখা বেগম। মোস্তফা কামালের সাথেও এরকম জমি সংক্রান্ত বিরোধ সৃষ্টি হয়েছে আবুল কালামের।এ পরিবারটি প্রতারনা করে একই জমি গোপনে একাধিক লোকের কাছে বিক্রি করে সমস্যা সৃষ্টি করেছে বলে প্রতারনার শিকার একই এলাকার মোঃ শহীদুল ইসলাম ভূঁইয়া নামে একজন অভিযোগ জানায়।