আন্তর্জাতিকডেস্ক,বিজয় বার্তা ২৪
বৃহস্পতিবার ভোরে কলকাতায় পোস্তার কাছে নির্মাণাধীন বিবেকানন্দ ফ্লাইওভারের একাংশ ভেঙে পড়েছে। এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কলকাতার অনলাইন পোর্টালগুলো।
খবরে বলা হয়, দুর্ঘটনার সময় ফ্লাইওভারের নিচে পার্ক করা ছিল একাধিক গাড়ি। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোটা রাত ফ্লাইওভারে ঢালাইয়ের কাজ চলে। কিন্তু সকালেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ফ্লাইওভারের একাংশ। ধ্বংসস্তূপের মধ্যে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। আটকে থাকা লোকদের উদ্ধার করতে ড্রিল মেশিন দিয়ে কাটা হচ্ছে পাথরের স্ল্যাব। আরো বেশ কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের একাধিক অ্যাম্বুলেন্স। কিন্তু ঘটনার জেরে শহরের একাধিক রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এ দুর্ঘটনায় গোটা মধ্য কলকাতায়ই বিপর্যস্ত যান চলাচল। দুর্ঘটনাস্থল-সংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, হতাহতের সংখ্যা অনেক বাড়তে পারে। উদ্ধারকাজে নেমেছেন এলাকার মানুষও।