স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
দ্বিতীয় ধাপে ৬৩৯ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টায় এই ভোটগ্রহণ শুরু হয়। চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত। এবারের ভোটে দুপুরের আগেই সারা দেশে ভোট কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, জাল ভোট আর ব্যাপকহারে নির্বাচনী সহিংসতায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এর মধ্যে কেরানীগঞ্জে শিশু, যশোর সদর উপজেলার চাঁচড়ায় অজ্ঞাত এক হকার ও জামালপুরের শ্যামপুর ইউনিয়নে এক ব্যক্তি মারা যান।
কেরানীগঞ্জ প্রতিনিধি জানান, দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে রাজধানীর কেরানীগঞ্জের একটি কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থকদের গুলিতে এক শিশু নিহত এবং ২ জন গুলিবিদ্ধ হয়েছে। নিহত শিশুর নাম শাহিদুল ইসলাম শুভ (১০)।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের মধুচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। শুভ ওই এলাকার ঢালিকান্দি গ্রামের আলাল মোল্যার ছেলে।
জানা যায়, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছিল। হঠাৎ আওয়ামী লীগের প্রার্থী আয়নালের ক্যাডার রানা মোল্যার নেতৃত্বে ২০ থেকে ৩০ জন অস্ত্রধারী কেন্দ্রে হামলা চালায়।
এ সময় তারা ১০ থেকে ১৫ রাউন্ড গুলি ছোড়ে। এতে স্থানীয় আলাল মোল্লার এক শিশুপুত্রসহ মোট ৩ জন গুলিবিদ্ধ হয়। গুরুতর অসুস্থ অবস্থায় শিশু শাহিদুল ইসলাম শুভকে স্থানীয় মডার্ণ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর শিশুটির অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় ঢাকায় নিয়ে যাওয়ার পথে শুভ মারা যায়। অন্য আহতরা এলাকার বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন।
এদিকে গোলাগুলির পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে বিজিবি উপস্থিত হলে সন্ত্রসীরা পালিয়ে যায়।
বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তাৎক্ষণিকভাবে ভোটাররা আতঙ্কে ভোট কেন্দ্র ছেড়ে চলে যান।
যশোর প্রতিনিধি জানান, যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ভাতুরিয়া সরকারি প্রাথমিক কেন্দ্রে বেলা ১১টার দিকে গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ও ১০ থেকে ১৫টি গুলিবর্ষণের ঘটনা ঘটে।
জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উত্তর বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে পুলিশ জানিয়েছে, দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের ধাক্কাধাক্কির সময় রফিকুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাকে ধরে বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি হার্ট অ্যাটাকে মারা যান।
এদিকে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে সারা দেশে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১০ জন চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
এ ছাড়া সংঘর্ষে বিভিন্ন কেন্দ্রের ভোট স্থগিত করতে বাধ্য হয়ে নির্বাচন কমিশন। যশোরে জাল ভোট দেয়ার সময় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারসহ ৩ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।