স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়তে সরকারি চাকরিজীবীদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবো। আমরা ধনী-দরিদ্রের ব্যবধান কমাবো।
তিনি বলেন, জনসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশের সব কর্মক্ষেত্রে আমরা ডিজিটাল পদ্ধতি প্রণয়ন করেছি।
এ সময় তিনি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারি কর্মকর্তাদের মানুষের সেবায় কাজ করার আহ্বান জানান।