বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
সিনেমা মুক্তির আগে দর্শকের আগ্রহ তৈরির জন্য প্রচারণা নতুন কোনো বিষয় নয়। প্রযোজনা সংস্থাগুলো এ জন্য অভিনব সব আয়োজন করে। সে তালিকায় সবার আগে থাকে নায়ক বা নায়িকাকে গণমাধ্যমের সামনে হাজির করা। আর সেই অনুষ্ঠানে নায়ক বা নায়িকা চেষ্টা করেন মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়ে এমন মন্তব্য করতে যাতে মার্কেটিংটা হয় ফাটাফাটি।
আর বাল্কি পরিচালিত ‘কি অ্যান্ড কা’ মুক্তি পাবে পহেলা এপ্রিল। পুরোদমে চলছে সিনেমাটির প্রচারণা। প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি নায়ক অর্জুন কাপুর মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের। সেখানে তিনি মন্তব্য করেছেন, ‘এটা সত্যি যে পুরুষ সারাক্ষণই সেক্স নিয়ে ভাবে। এটা একটা স্বাভাবিক ব্যাপার, কাজেই এতে আমি বিরক্ত হই না। সত্যি বলতে যে বিষয়টা আমাকে দুঃখী করে তা হলো, এটা ধরে নেয়া হয় যে নারীরা সেক্স নিয়ে ভাবে না; নারীদেরও একই ধরনের অনুভূতি থাকতে পারে।’
‘কি অ্যান্ড কা’ সিনেমায় গৃহস্বামীর চরিত্রে অভিনয় করেছেন অর্জুন। তার বিপরীতে রয়েছেন কারিনা কাপুর। তিনি অভিনয় করেছেন পেশাজীবী নারীর ভূমিকায়। সমাজে নারী-পুরুষের গতানুগতিক অবস্থানের উল্টোটাই দেখানো হয়েছে এই সিনেমায়।