স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ৬৩৯ টি ইউপিতে বৃহস্পতিবার ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করবেন ২ হাজার ৬৬২ জন।
বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান রাইজিংবিডিকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীর সংখ্যা ৬ হাজার ৪৯৮ জন এবং সাধারণ মেম্বার প্রার্থীর সংখ্যা ২১ হাজার ২৫৯ জন।
এর আগে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছিলো দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬৪৩টি ইউপিতে বৃহস্পতিবার ভোট গ্রহণ করা হবে এবং চেয়ারম্যান পদে লড়াই করবেন ৩ হাজার ১১৪ জন।
পরে আবার কমিশন থেকে পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান তথ্য সংশোধন করে জানান, দ্বিতীয় ধাপের ৬৩৯ টি ইউপিতে বৃহস্পতিবার ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করবেন ২ হাজার ৬৬২ জন।
উল্লেখ্য, প্রথমবারের মতো দলীয়ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। মোট ৬ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের নির্বাচন গত ২২ মার্চ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩১ মার্চ) দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে দেশের ৪৭ জেলার ৬৪৩টি ইউপিতে।