নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী অপরাধ জগতের গডফাদার কারাবন্দী দেলোয়ার হোসেন দেলুর অবর্তমানে তার অপরাধ জগতের নেতৃত্বের হাল ধরেছেন বলে অভিযোগ পাওয়া গেছে তারই স্ত্রী রুমা আক্তারের বিরুদ্ধে। রুমাকে সহযোগীতা করছে আন্তঃজেলা ডাকাত সদস্য গোদনাইলের অপরাধ জগতের কমান্ডার সেন্টু (৫০)। সেন্টুর সেল্টারে থেকে দেলু সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অপরাধ জগত নিয়ন্ত্রণ করতো।
জানা যায়, সিদ্ধিরগঞ্জে ইয়াবা ব্যবসায়ীদের ডন, অস্ত্রধারি সন্ত্রাসী, ডিবি পুলিশের উপর হামলা কারী, বোমাবাজ, গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের সূত্র ধরে স্বরাষ্ট্রমন্ত্রালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী দেলু গত ২২মার্চ গ্রেফতারের হলে তার সহযোগীরা সেন্টুর সাথে যোগাযোগ করে তারই বাড়িতে গোপনে মিটিং করে। এ মিটিংয়ে প্রশাসনের চোখকে আড়াল করে নির্বিঘেœ সকল অপরাধ কর্মকান্ড অব্যাহত রাখতে দায়িত্ব বুঝে নেয় দেলুর স্ত্রী রুমা। একাজে রুমাকে সহযোগীতা করবে সেন্টু। গত ৩ দিন ধরে আইলপাড়া, নতুন আইলপাড়া, কুমিল¬াপট্রি, উত্তর হাজিগঞ্জ ও ভিটি আই রোড এলাকায় রুমার অবাধ বিচরনে আতংকিত হয়ে পড়েছে এলাকাবাসী । দেলু আইলপাড়া এলাকার সন্ত্রাসী ক্রসফায়ারের নিহত রকমতের সহযোগী যুবদল নেতা জাকির ওরফে হিঙ্গেল¬া জাকিরের ভাগিনা ও আইলপাড়া এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে পুলিশ সোর্স ও আন্তজেলা ডাকাত সেন্টুর সহযোগী। সেন্টুর বাড়িতে থেকেই সেন্টুর সেল্টারের দেলু অপরাধ জগতের সাথে জড়িয়ে পরে। গড়ে তুলে ১০/১৫ জনের একটি মাদক ব্যবসায়ী সিন্ডিকেট। নিয়ন্ত্রণ করতে থাকে অপরাধ জগত। হয়ে যায় অপরাধ জগতের মুকুট বিহীন সম্রাট। প্রশাসনকে চ্যালেঞ্জ করে বৃদ্ধা আঙ্গুলী দেখিয়ে গোদনাইলে অপরাধ জগন নিয়ন্ত্রন করে সে। মামা হিঙ্গেল¬া জাকির ক্রসফায়ারে নিহত রকমতের সহযোগীদের সাথে দেলুর পরিচয় করি দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। হয়ে যায় আন্ডার ওয়ার্ল্ডের ডন। পার্টি দেয় গোদনাইলের সকল অপরাধীদের নিয়ে। সেখানে আন্তঃজেলা সদস্য গোদনাইলের অপরাধ জগতের কমান্ডার সেন্টু নতুন নেতা হিসেবে দেলুকে পরিচয় করিয়ে দেয়। এর পর আর পিছে ফিরে তাকাতে হয়নি তাকে। কয়েক বছরের মধ্যে হয়ে যায় সিদ্ধিরগঞ্জ ডন। পরিচয় হয়ে যার দেশের বিভিন্ন স্থানের অপরাধ জগতের সম্রাটদের সাথে। ইয়াবার পাশাপাশি অস্ত্র ব্যবসার করেছে দেলু। এ অস্ত্র ব্যবসার করতে গিয়ে স্থানীয় আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পার্টি উঠতি সন্ত্রাসীরা সাথে দেলুর সঙ্গতা হলে পুর সিদ্ধিরগঞ্জ নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পুলিশের গোয়েন্দা রিপোর্টে সিদ্ধিরগঞ্জ ইয়াবা ব্যবসায়ীর ডন হয়ে স্বারামন্ত্রণালয়ের তালিকাভুক্ত হয়ে যায়। এ নিয়ে কয়েক বার জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। এ পরই পুলিশ দেলুকে গ্রেফতার করতে একটি টিম গঠন করে মাঠে রাখে। পরে ২২মার্চ দুপুরে দেলুকে শিমরাইল মোড় থেকে গ্রেফতার করে পুলিশ। দেলু গ্রেফতার হওয়ার পর তার সহযোগীরা অপরাধ জগতের নতুন ডন নির্বাচিত করে গোপনে আইলপাড়া এলাকায় মৃত চাঁন মিয়ার ছেলে পুলিশ সোর্স আন্তঃজেলা ডাকাত সদস্য সেন্টুর বাড়িতে মিটিং করে দেলুর সুন্দরী স্ত্রী রুমাকে নেতৃত্বের দ্বায়িত্ব দেয়। রুমা নতুন নেতৃত্ব পেয়ে এলাকায় তার সহযোগীদের নিয়ে একাধীকবার মহড়া দিয়েছে বলে এলাকাবাসী জানায়।
এদিকে এলাকাবাসী সেন্টু, রুমা ও তার সহযোগীদের গ্রেফতার করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।