নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিদ্ধিরগঞ্জে প্রেমিকের সাথে অভিমান করে মোসা: মলি (১৮) নামে এক গার্মেন্টস কর্মীর আত্মহত্যা। মঙ্গলবার সকালে গোদনাইল বাগপাড়া এলাকার জয়নালের বাড়ীতে এ ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স দুপুর ১টায় নিহতের লাশ উদ্ধার করেছে।
আত্মহননকারী মোসা: মলি গাইবান্ধা জেলার গোবিন্ধগঞ্জ থানার ফতেউল্লাহপুর গ্রামের মঈনুল ইসলামের মেয়ে গোদনাইল ইউনিয়ণ ফ্যাশনের নারী শ্রমিক।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহননকারী মলির সাথে গোদনাইল ইব্রাহিম টেক্সটাইলে কর্মরত মিজানুর রহমান নামক যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। তার প্রেমিক মিজান মলির সাথে ছলনা করায় অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে জানা যায়।