নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ আইন কলেজের নতুন ছাত্র-ছাত্রী সংসদ গঠন দাবি সহ বিভিন্ন দাবিতে সাধারন ছাত্র-ছাত্রী কলেজের অধ্যক্ষ সাখাওয়াত হোসেন ভূইয়ার কাছে স্মারক লিপি প্রদান করেন।
এসময় তারা স্মারক লিপি প্রদানে কালে বলেন, আমাদের কলেজের সকল সমস্যা সমাধান করে দাবি না মেনে নিলে আমরা ভবিষ্যতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
স্মারক লিপিতে তারা উল্লেখ্য করেন, আমরা নারায়ণগঞ্জ আইন কলেজের ছাত্র- ছাত্রীবৃন্দ দীর্ঘদিন যাবৎ কলেজের সংসদ অকার্যকর থাকার কারনে শিক্ষাসফর,নবীনবরণ,রাজনৈতিক চর্চা সহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠানগুলোতে অংশগ্রহন করতে বঞ্চিত হচ্ছি। যেহেতু নারায়ণগঞ্জ আইন কলেজের ২ বর্ষের কোর্সের এলএলবি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রভেশন্যাল বিষয়ে পড়ালেখো করছি। কিন্তু এখানে আমরা রাজেনৈতিক, সামাজিক জাতীয় সব বিষয় আমাদের জন্য একান্ত প্রয়োজন। মেয়াদ উত্তীর্ণ অকার্যকর সংসদের জন্য আমরা সাধারণ ছাত্র-ছাত্র বঞ্চিত হচ্ছি।
এমতাবস্থায়, যারা ২০১০-২০১১ইং সালে ছাত্র-ছাত্রী সংসদে ছিল তাদের শিক্ষাবর্ষ পাঁচ বছর আগে অতিক্রম হয়ে গেছে। তারা কলেজের ছাত্র-ছাত্রী হিসেবে অধ্যয়নরত নয় এবং কলেজের কোন অনূষ্ঠানে তাদের উপস্থিতি নেই।
উপরোক্ত সমস্যাগুলো সমাধানের লক্ষে নতুন ছাত্র-ছাত্রী সংসদ গঠনের দাবি একান্ত জানাচ্ছি।