বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
অ্যালোন সিনেমার শুটিংয়ের সময় শুরু হয়েছিল অভিনেত্রী বিপাশা বসু এবং অভিনেতা করণ সিং গ্রোভারের প্রেমের সম্পর্ক। তারপর থেকেই চুটিয়ে প্রেম করেছেন এ জুটি। মাঝে তাদের সম্পর্কে বাদ সাধেন করণের মা। বিপাশাকে নাকি পুত্রবধূ হিসেবে মানতে নারাজ তিনি।
তবে সম্প্রতি প্রকাশিত এক খবরে জানা যায়, বিপাশাকে মেনে নিতে নাকি আর আপত্তি নেই করণের মায়ের। তাই বিপাশাও নাকি এখন তাদের সম্পর্কের কথা ঘোষণা দিতে চান। তা ছাড়া, বিয়ের জন্যও আর দেরি করতে চাইছেন না এই অভিনেত্রী।
দুদিন না যেতেই শোনা গেল সুখবর। এবার নিজেদের প্রেমের সম্পর্ককে পরিণতি দিতে চলেছেন বিপাশা-করণ। এ জন্য আগামী ৩০ এপ্রিল তাদের বিয়ের দিন নির্ধারণ করেছেন এ জুটি। এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
এর আগেও বেশ কয়েকবার বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল এ জুটির। তবে শেষ পর্যন্ত তা সত্যতা পায়নি। দেখা যাক এবার এ জুটি সত্যি সত্যিই সাত পাকে বাধা পড়েন কিনা।