বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
বিকিনি পরা এক কিশোরীর ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে সম্প্রতি। সঙ্গে একটি শিশুও রয়েছে। বলা হচ্ছে, এই ছবিটি নাকি শাহরুখ খানের মেয়ে সুহানার।
এই ছবি আদৌ সুহানা এবং আবরামের কি না, তা অবশ্য নিশ্চিতভাবে বলা যাবে না। কেননা, শাহরুখ বা তাঁর পরিবারের তরফে এ বিষয়ে কিছু বলা হয়নি। যদিও ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে এই স্টিল ছবি। বলা হচ্ছে, সি-বিচে সুহানা এবং আবরাম তাদের গ্রীষ্ম কাটাচ্ছে।
তবে শাহরুখের মেয়ে সুহানা যে তার বন্ধুদের মধ্যে বেশ জনপ্রিয়, তা ভাইরাল হওয়া আর একটি ছবি দেখলেই বোঝা যায়। ছবিটি খোলামেলা থাকার কারণে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সুত্র-আনন্দবাজার