নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
তুমুল হট্রগোল ও হৈ চৈ’য়ের কারণে কোনপ্রকার সিদ্ধান্ত ছাড়াই ফিরে গেলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। শুক্রবার সকাল ১০টায় বন্দরের ফরাজীকান্দাস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতা বাছাই সংক্রান্ত এক সভায় আলোচনাকালে নেতা-কমীদের মধ্যে মত পার্থক্য থাকায় ওই পরিস্থিতি দেখা দেয়। দলীয় একটি সূত্র থেকে জানা যায়,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বাছাইকল্পে শুক্রবার সকাল ১০টায় কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট আব্দুল মতিনের সভাপতিত্বে মতবিনিময় সভা শুরু হয়। এ সময় ওই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘারমোড়া এলাকার বর্তমান মেম্বার বুলবুল আহাম্মদ,নয়ানগরের বিএনপি নেতা ফরিদ হোসেন ও যুবদল নেতা শহীদুল ইসলাম রিপন আগ্রহ প্রকাশ করেন। প্রার্থীতা নিয়ে নেতা-কর্মীদের মাঝে মত পার্থক্য দেখা দেয়। একটি গ্রুপ ফরিদ হোসেনের পক্ষে সমর্থন করলেও অপর একটি গ্রুপ বুলবুল আহাম্মদকে দলীয় প্রার্থী করার প্রস্তাব করে। এক পর্যায়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ফরিদ হোসেনকে ঘোষণার খবর আঁচ করতে পেরে তুমুল হট্রগোল শুরু করে দেয় বুলবুল ও রিপনের পক্ষের সমর্থকরা। বুলবুল ও রিপনের সমর্থকদের দাবি,এ্যাডভোকেট তৈমুর আলম প্রতিবার প্রার্থী নির্বাচনে ভুল সিদ্ধান্ত নেয়ার কারণে তার সমর্থিত প্রার্থীদের ভরাডুবি হয়ে থাকে। বিপরীতে এ্যাডভোকেট কালাম গ্রুপের মুকুলের সমর্থিত প্রার্থীদের সবাই জয়ী হয়েছে। ইতোমধ্যে বন্দরের ইউনিয়ন পরিষদগুলোর অধিকাংশ মেম্বার মুকুল লবি’র। এছাড়া সে নিজেও উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে হান্নান সরকার ও সুলতান আহাম্মদ ভূইয়াও রয়েছেন। কাজেই এখন থেকে যে কাউকে প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হলে চলবেনা। যাচাই-বাছাই এবং মাঠ পর্যায়ে জরিপ করে তারপর প্রার্থীতা দেয়া উচিত বলে তারা মন্তব্য করেন। মতবিনিময় সভা অবশেষে হট্রগোলে পরিণত হয়ে পড়লে উপায়ন্তর না পেয়ে এ্যাডভোকেট তৈমুর সভা শেষ না করেই দলীয় কার্যালয় ত্যাগ করেন। এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপি’র সভাপতি হাজী নূর উদ্দিন,সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম হিরন,কদমরসুল পৌর বিএনপি’র সভাপতি নূর মোহাম্¥দ পনেছ,ধামগড় ইউনিয়ন বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট বিল্লাল হোসেন,নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন,কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক দুলাল হোসেন,যুবদল নেতা মনিরুল ইসলাম মনু,কেন্দ্রীয় যুবদল নেতা গোলাম মোস্তফা সাগর,শহীদুল ইসলাম রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।