চাঁপাইনবাবগঞ্জ,বিজয় বার্তা ২৪
চাঁপাইনবাবগঞ্জের নাচোলের চার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহীসহ ১৮ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ৪৮ জন এবং সাধারণ আসনে মেম্বার পদে ১৬৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।রব্বিার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আগামী ২৩ এপ্রিল নাচোল উপজেলার চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। চার ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ গত বৃহস্পতিবার এবং বিএনপি রবিবার দুপুরে মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে প্রধান দুই দলেরই একাধিক বিদ্রোহী প্রার্থী এবার মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ৪নং নেজামপুর ইউনিয়ন থেকে নাচোল উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান নিতাই চন্দ্র বর্মন ও ফতেপুর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রবিবার বিকেলে পাঁচ শতাধিক নেতাকর্মী বেষ্টিত হয়ে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন অফিসার সেজারুদ্দিন জানান ১নং কসবা ইউনিয়ন থেকে আওয়ামীলীগের প্রার্থী আজিজুর রহমান, বিএনপির প্রার্থী মাহবুবুল আলম (খোকন), জামাত সমর্থীত প্রার্থী মোবারক হোসেন, ২নং ফতেপুর ইউনিয়নের আওয়ামীলীগ প্রার্থী ইসরাইল(সাবেক চেয়ারম্যান), বিএনপি’র প্রার্থী সাদির আহম্মেদ ভূলু(বর্তমান চেয়ারম্যান), জামাত সমর্থীত প্রার্থী মনিরুল ইসলাম, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী খাইরুল ইসলাম, এছাড়া সতন্ত্র প্রার্থী আবুল হোসেন ও জাহাঙ্গীর আলম মনোনয়ন পত্র দাখিল করেছেন। ৩নং নাচোল ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী আব্দুস ছালাম, বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম, জামায়াত সমর্থীত সতন্ত্র প্রার্থী (বর্তমান চেয়ারম্যান)ইনায়েতুল্লাহ ও বিএনপির বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম এবং নেজামপুর ইউনিয়নের আওয়ামীলীগ প্রার্থী নজরুল ইসলাম, বিএনপির প্রার্থী আব্দুল আওয়াল(বর্তমান চেয়ারম্যান), জামায়াত সমর্থীত প্রার্খী আমিনুল ইসলাম, জাসদ প্রার্থী আবুল কাশেম, এছাড়া আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান নিতাই চন্দ্র বর্মন মনোনয়ন পত্র দাখিল করেছেন। উল্লেখ্য ২৯ ও ৩০মার্চ বাছাই, ৬ এপ্রিল প্রত্যাহার, ৭ এপ্রিল প্রতিক বরাদ্ধ ও ২৩ এপ্রিল ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাগেছে।